New Update
/anm-bengali/media/media_files/MvncOc42AChnRZpLRl0S.png)
আদনান সামি স্ত্রী এবং কন্যার সঙ্গে
নিজস্ব সংবাদদাতা: গায়ক আদনান সামিকে (Adnan Sami) নিয়ে এবার তোলপাড় নেট দুনিয়া। গায়কের বিরুদ্ধে তাঁর ভাই জুনেদ মুখ খুলেছেন। ভুয়ো শিক্ষাগত যোগ্যতার তথ্য থেকে শুরু করে হাজতবাস দাদার সব কীর্তিই ফাঁস করেছেন তিনি। তাঁর দাবির তালিকার স্ক্রিনশর্ট (Screenshot) ঘুরছে সোশ্যাল মিডিয়ায় (Social Media) সকলের হাতে হাতে। সেখানেই আদনানের এক অজানা বিস্ফোরক তথ্য সামনে এসেছে। তাতে দাবি করা হয়েছে যে আদনান তাঁর দ্বিতীয় স্ত্রীর অস্বস্তিকর ভিডিও (পর্ন ভিডিও) প্রকাশ করে দিয়েছিলেন। যদিও গায়কের ভাইয়ের সোশ্যাল মিডিয়া থেকে বর্তমানে এই পোস্টটি মুছে ফেলা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us