New Update
/anm-bengali/media/media_files/7f4pKsoURQ4U7gSJroE4.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: বিগ বস ওটিটি সিজিন টু এর গ্র্যান্ড ফিনালের আসর বসছে আজ সোমবার। বিজেতা হওয়ার দৌড়ে এই মুহূর্তে রয়েছেন অভিষেক মলহন, এলভিস যাদব, পূজা ভাট, মনীষা রানি এবং বেবিকা দুবে। পাঁচ ফাইনাল প্রতিযোগীর মধ্যে জয়ের মুকুট কার মাথায় উঠবে সেই দিকেই নজর দেশবাসীর। কিন্তু এর মাঝেই এল খারাপ খবর। জানা গেল যে শেষ মুহূর্তে এসে গ্র্যান্ড ফাইনালে অংশ নিতে পারলেন না অভিষেক মলহন। শারীরিক অসুস্থতার কারণে তাঁকে ভর্তি করতে হয় হাসপাতালে। তবে কি বিগ বস ওটিটি সিজিন ২ এর বিজেতা হওয়ার দৌড় থেকে ছিটকে গেলেন অভিষেক? এই খবর জানিয়েছেন বোন প্রেরণা মলহন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us