New Update
/anm-bengali/media/media_files/7iCCaJDfGR9oY8tnbNWh.jpg)
নিজস্ব সংবাদদাতা: দু'দিন আগে ছিল অভিনেতা এবং পরিচালক তথাগত মুখার্জির (Tathagata Mukherjee) জন্মদিন। ‘ভটভটি’ পরিচালকের জন্মদিনে আদুরে শুভেচ্ছা জানাতে গিয়ে কটাক্ষের মুখে পড়তে হল তাঁর কাছের বান্ধবী বিবৃতি চ্যাটার্জিকে (Bibriti Chatterjee)। তথাগত শুধু ‘পরিচালক’ নন, বরং বিবৃতির বর, এমনটাই বলতে থাকে অনেকে কমেন্টে। নায়িকা লিখেছিলেন 'শুভ জন্মদিন পরিচালক'। ব্যাস, তাতেই বয়ে গেল কটাক্ষের (Troll) বন্যা। বহুদিন ধরেই দুজনের সম্পর্ক নিয়ে জলঘোলা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us