প্রথমবার সিসিএল ফাইনালে বিজয়ী বেঙ্গল টাইগার্স

এই প্রথমবার সিসিএল ফাইনালের খেতাব জিতলেন বেঙ্গল টাইগার্স।

author-image
Shroddha Bhattacharyya
New Update

নিজস্ব সংবাদদাতা: ১২ বছর বাদে সিসিএল (Celebrity Cricket League 2024) ফাইনালে ট্রফি নিজেদের ঝুলিতে ভরল বেঙ্গল টাইগার্স। সিসিএল ফাইনালে কর্নাটক বুলডোজার কে হারিয়ে এই ট্রফি নিজেদের নামে করল বেঙ্গল টাইগার্স।

publive-image

বাংলার অভিনেতারা অভিনেতা যীশু সেনগুপ্তের (Jissu Sengupta) অধিনায়কত্বে এই জয় ছিনিয়ে আনলেন।


publive-image

গতকাল, ১৭ মার্চ তিরুবন্তপুরমের ‘গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম’-এ অনুষ্ঠিত হল ফাইনাল ম্যাচ। এই ম্যাচেই জয় ছিনিয়ে আনলেন টলিপাড়ার নামী অভিনেতারা।

publive-image

publive-image

publive-image

ADDD