বাংলা সিনেমার ভবিষ্যৎ উজ্জ্বল করতে নয়া বিজ্ঞপ্তি পেশ রাজ্য সরকারের

বছরের ৩৬৫ দিনের জন্য প্রতিদিন কমপক্ষে একটি বাংলা শো থাকবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sf

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলা সিনেমার প্রচার নিয়ে সম্প্রতি নন্দনে হয়েছিল এক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন অভিনয় জগতের তারকারা, পরিচালক এবং প্রযোজকরা। হিন্দি সিনেমার শো টাইম বেশি ফলে বাংলা সিনেমার প্রচার কমছে, এই নিয়েই মূলত ছিল বৈঠক। যা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন অভিনেতা দেব, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার সেই নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার।

পশ্চিমবঙ্গ সরকার বিজ্ঞপ্তিতে বলেছে, “প্রতিটি সিনেমা হলে এবং এই রাজ্যে অবস্থিত প্রতিটি মাল্টিপ্লেক্সের সমস্ত স্ক্রিনে (প্রতিটি স্ক্রিনে) বাংলা চলচ্চিত্রের ৩৬৫টি প্রাইম টাইম শো/স্ক্রিনিং বাধ্যতামূলকভাবে সারা বছর ধরে অনুষ্ঠিত হবে। বছরের ৩৬৫ দিনের জন্য প্রতিদিন কমপক্ষে একটি বাংলা শো থাকবে। প্রাইম টাইম শো বলতে বিকেল ৩:০০ টা থেকে রাত ৯.০০ টা পর্যন্ত অনুষ্ঠিত অনুষ্ঠানগুলিকে বোঝাবে"।

GyOaBOuXUAAHFy1