/anm-bengali/media/media_files/2025/07/22/whatsapp-image-2025-07-16-2025-07-22-12-21-57.jpeg)
নিজস্ব সংবাদদাতা: বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন অভিনেত্রী অদিতি ঘোষ। তিনি এবার বাংলার পাশাপাশি দিল্লিতেও সমাদৃত। দিল্লিতে অনুষ্ঠিত "Indian Convention" এর "WOMEN ACHIEVERS AWARD 2025" এর "Entertainment" ক্যাটাগরীর বিজয়ী হলেন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী অদিতি ঘোষ। তাকে এখন স্টার জলসার "রোশনাই" সিরিয়ালে "মিষ্টু"র চরিত্রে দেখা যাচ্ছে।
তিন শক্তির আধার ত্রিশূল, বেদের মেয়ে জ্যোৎস্না. জয় বাবা লোকনাথ, গাঁটছড়া, বৌমা একঘর, কোন গোপনে মন ভেসেছে এই একাধিক ধারাবাহিগুলিতে বেশ কিছু ভালো চরিত্র অদিতি দর্শকদের উপহার দিয়েছেন। এবার অভিনেত্রীর এই সাফল্য তার কেরিয়ারে নতুন মাইলস্টোন হিসেবে যুক্ত হল। কারণ এই পুরস্কার তিনি শুধু অভিনয়ের জন্য পাননি। অভিনয়ের পাশাপাশি মডেলিং এবং নৃত্যের জন্যও পুরস্কৃত হয়েছেন। এই অনুষ্ঠানের ছবি তিনি শেয়ার করে নিয়েছেন এএনএম নিউজের সঙ্গে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/22/whatsapp-image-2025-07-16-2025-07-22-12-22-06.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us