New Update
/anm-bengali/media/media_files/pancSuiuxtCiCRdrhnN9.jpg)
নিজস্ব সংবাদদাতা: নামের থেকে বেশি বদনামে জড়িয়েছেন সারেগামাপা খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল। এবার অনুষ্ঠানে না গিয়েও টাকা নেওয়ার জন্য গ্রেফতার করা হল নোবেলকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। যদিও অনেকেই আবার বলছে যে গ্রেফতার নয়, আটক করা হয়েছে নোবেলকে। একটি অনুষ্ঠানের অগ্রিম বাবদ ৭২ হাজার টাকা নেওয়ার পরেও অনুষ্ঠানে নাকি আসেননি তিনি। গত শুক্রবার তাঁর বিরুদ্ধে বাংলাদেশের মতিঝিল থানায় অভিযোগ দায়ের হওয়ার পর এই স্টেপ নেয় পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us