New Update
/anm-bengali/media/media_files/E3f8F44rSk78tNu27Axw.jpeg)
নিজস্ব সংবাদদাতা: বর্তমানে চলছে তারকাদের বিখ্যাত ফ্যাশন ইভেন্ট মেট-গালা। মেট-গালায় নিজের লুকের জন্য প্রশংসিত হলেন রিহানা। মা হতে চেলছেন রিহানা। এবার মেট-গালায় নিজের মাতৃত্বের লুককে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন রিহানা। মেট-গালায় রিহানাকে সাদা গাউনে দেখা গিয়েছে। গাউনের মধ্যে থেকে তার বেবি বাম্প লক্ষ্য করা যাচ্ছে। রিহানার এই লুকের প্রশংসায় ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
Bad Bunny’s outfit is the male version of Rihanna#MetGalapic.twitter.com/7e9VgpmKve
— Davide (@Pradaide) May 2, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us