New Update
/anm-bengali/media/media_files/PDvfgFMzuthpjrpKHX2B.jpg)
নিজস্ব সংবাদদাতা: ঔরঙ্গাবাদে (Aurangabad) গানের অনুষ্ঠানের মঞ্চে (Music Concert) হামলা করা হলো গায়ক অরিজিৎ সিংয়ের (Arijit Singh) উপর। অরিজিৎ মঞ্চে গান গাইতে ওঠার পর চোখের সামনে নিজের প্রিয় শিল্পীকে দেখতে পেয়ে তাঁর হাত ধরে টানাটানি শুরু করে দেন এক ভক্ত। বেকায়দা চোট (Injury) লাগে অরিজিতের হাতে। এতটাই চোট লাগে যে হাত সোজা করতে পারছিলেন না তিনি। হাত রীতিমতো কাঁপছিলো তাঁর। তবে আঘাত পাওয়ার পরেও নিজেকে সামলে নিয়ে ওই অনুরাগীকে মার্জিত ভঙ্গিতে অরিজিৎ বোঝানোর চেষ্টা করছিলেন যে তিনি আহত হয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us