মহালয়ার সকালে অঙ্কুশের বার্তায় জ্বলল আগুন

এবার সেই প্রতিশ্রুতি মতোই ‘মির্জা’ হয়ে ভোল বদলে সামনে এলেন অঙ্কুশ হাজরা। জানালনে ২০২৪-এ মুক্তি পাবে মির্জা। যদিও কবে তার নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করেননি, প্রযোজন, অভিনেতা অঙ্কুশ।

author-image
Adrita
New Update
ফ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ টেবিলের উপর রাখা কিছু পোড়া সিগারেট, মাদের বোতল, আর দু'প্যাকেট মাদক, আর রক্তলাগা রোদচশমা। আর তারই উপরে লেখা 'অঙ্কুশ মোশন পিকচার্স' আর তাতেই আগুন লাগলো। দেখা মিলল বেশ কয়েকজন বাচ্চার, তাদের প্রত্যেকের হাতেই জ্বলন্ত মশাল। দেখা গেল কাজল পরা চোখে রূঢ় সেই দৃষ্টি। তিনি সামনে এলেন, ঠোঁটের কোণে হাতে করে ধরা জ্বলন্ত সিগারেট। শার্টের বোতাম খোলা, হাতে মদের বোতল, তাতে দাউ দাউ করে আগুন জ্বলছে। অসংখ্য মৃতদেহের উপর তিনি বসে। ইনি আর কেউ নন 'মির্জা' অঙ্কুশ। মহালয়ার সকালে এভাবেই সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন অভিনেতা অঙ্কুশ হাজরা। সৌজন্য 'মির্জা'র টিজার।

hiring.jpg

মহালয়ার সকালে সিগারেটের ধোঁয়া ছেড়ে জবরদস্ত এন্ট্রি নিলেন অঙ্কুশ। তাঁর চোখে মুখে বদলা নেওয়ার আগুন জ্বলছে। বললেন ‘নাম নয়, ইজ্জত চাই’। বেশকিছুদিন ধরেই শোনা যাচ্ছিল অঙ্কুশ প্রযোজিত ছবি 'মির্জা'র কাজ নাকি বিশ বাঁও জলে। মহালয়ার দিন ছবির টিজার পোস্ট করে তারই জবাব দিলেন অভিনেতা।

গত বছরই প্রযোজক হিসাবে টলিপাড়ায় পা রাখার কথা ঘোষণা করেছিলেন অঙ্কুশ। ১৫ অগস্ট প্রথম ছবি 'মির্জা'র কথা ঘোষণা করেছিলেন। তবে সহ প্রযোজকের সঙ্গে মত-বিরোধের জেরে ছবির কাজ আটকে যায়। পরে অঙ্কুশ জানান, নিজেই তিনি মির্জার প্রযোজনা করবেন।  অঙ্কুশ জানিয়ে দেন, 'মির্জা'র গল্প, নাম সবই তাঁর প্রযোজনা সংস্থা অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের নামে রেজিস্ট্রেশন করা আছে। বলেন, কেউ যেন কোনওরকম ভুল তথ্যে বিশ্বাস না করেন, হয়ত একটু দেরি হচ্ছে, তবে 'মির্জা' আসবে।

এবার সেই প্রতিশ্রুতি মতোই ‘মির্জা’ হয়ে ভোল বদলে সামনে এলেন অঙ্কুশ হাজরা। জানালনে ২০২৪-এ মুক্তি পাবে মির্জা। যদিও কবে তার নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করেননি, প্রযোজন, অভিনেতা অঙ্কুশ। 

hiring 2.jpeg

 

অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলি, এবং সন্দীপ্তা সেনের ওয়েব সিরিজ শিকারপুর এখন একটি চলচ্চিত্রে তৈরি হয়েছে। ওটিটিএখন এক জনপ্রিয় প্ল্যাটফর্ম। এবার এই সিরিজটি বড় পর্দায় চলচ্চিত্র হিসেবে মুক্তি পাবে। ১২ অক্টোবর স্পেশাল স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছে এটির। দর্শকদের মন কাড়তে পারে কিনা এখন সেটাই দেখার।