/anm-bengali/media/media_files/uMGGXWymceIqcjSB9j91.jpg)
নিজস্ব সংবাদদাতা : টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। প্রযোজক হিসেবে এবার ধরা দেবেন তিনি। অভিনেতা হওয়ার পাশাপাশি প্রযোজকের আসনে বসলে বাড়তি কিছু দায়িত্ব তো থেকেই যায়। আর সেইসব দায়িত্ব নিপুণ হাতে সামলে তিনি তৈরি করেছেন এক অনবদ্য ছবি। শীঘ্রই মুক্তি পেতে চলেছে তাঁর ছবি 'মির্জা'। বিনোদন মহলে এই ছবির মুক্তি নিয়ে উত্তেজনা একেবারে তুঙ্গে। তার আগেই অনুরাগীদের সঙ্গে মজার প্রশ্নোত্তরে মাতলেন অঙ্কুশ হাজরা। এক অনুরাগীর প্রশ্নের মজার জবাব দিয়েছেন তিনি। সেই অনুরাগী প্রশ্ন করেছিলেন, 'দাদা মির্জা-তে ১০০০ জন ব্যাক আপ ডান্সার নিয়ে টাইটেল ট্র্যাকটা সত্যি থাকবে?' অভিনেতা সেখানে মজার ছলে উত্তর দিয়েছেন, 'কিডনি বেচে কত পাই'। সঙ্গে যোগ করে দিয়েছেন এক হাসির ইমোজি।
সূত্রের খবর প্রযোজক এবং অভিনেতা অঙ্কুশ হাজরা জানিয়েছেন 'মির্জা'তে থাকছে একের পর এক বিশেষ চমক। আপাতত সেই অপেক্ষাতেই দিন গুনছেন অনুরাগীরা।
/anm-bengali/media/post_attachments/0768b8fea2b1f5ce2cfaaab0009996ec297c2bc0b90768910e0f939009f81b1b.jpeg)
/anm-bengali/media/post_attachments/1aefabc9ee32db613e598dfac2e65eb156f4015c20af6e8333b4bca7373c8869.jpeg)
/anm-bengali/media/post_attachments/6e5c416e4afeeda44f6aca74920ffb7a080d0e2f9d3a2f86ebad861f2ec4c5bc.jpeg)
/anm-bengali/media/post_attachments/91a5f8b507a3eac198c772eb0f405f17ee53f1967246fa974ef54e9ce1d22693.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us