/anm-bengali/media/media_files/HIE47DxpHFlaChKX3sLH.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: কুণাল ঘোষের লেখায় এবার প্রকাশ হয়েছে 'আমার গানে' গানটি। গানটি প্রকাশের কয়েকদিনের মধ্যেই ১ লক্ষ ভিউস ছাড়িয়েছে। এবার গানটির লাইন লিখে নিজের সাফল্যর কথা জানালেন কুণাল ঘোষ।
/anm-bengali/media/media_files/Ur9kszCTyBP34kgQ6tbr.jpg)
কুণাল ঘোষ ট্যুইট করে বলেছেন, "আমার গানেতে তুমিই বেলা বোস'। প্রকাশের চার দিনের মাথায় 1 লক্ষ+ শ্রোতা।" সকলকে ধন্যবাদ জানিয়েছেন কুণাল ঘোষ। তবে শ্রোতাদের মনে একটা প্রশ্নই উঠছে, কুণাল ঘোষের গানে বেলা বোসটা কে? সেই প্রশ্নের উত্তর তো রয়েছে কুণাল ঘোষের কাছেই।
'আমার গানেতে তুমিই বেলা বোস'। প্রকাশের চার দিনের মাথায় 1 লক্ষ+ শ্রোতা। বিশ্ব বাংলা সংবাদ পেজ ও কসমিক হারমনির ইউ টিউব চ্যানেল থেকে। গানের টিম আপ্লুত, উৎসাহিত। গানে অভিজিত, শিউলি। যন্ত্রানুসঙ্গ গৌতম, শমীক। AI vdo অতনু। গীতিকার, সুরকার হিসেবে আমার তরফ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ। pic.twitter.com/7SBSmNq9gH
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 26, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)