New Update
/anm-bengali/media/media_files/2RXwfXweSxPXT1RGuLJj.jpeg)
নিজস্ব সংবাদদাতা: জন্মদিনে অনুরাগীদের বড় চমক দিলেন খিলাড়ি। ১৪ বছর পর ফের একবার প্রিয়দর্শনের সিনেমায় অভিনয় করতে চলেছেন অক্ষয় কুমার। সোমবার খিলাড়ি কুমারের ৫৭ বছরের জন্মদিনে প্রকাশ্যে এল ছবির মোশন পোস্টার। গত তিন বছরে হিটের মুখ দেখেননি অক্ষয়। একের পর এক সিনেমা ফ্লপ। এবার সেই ম্যাজিক দেখাতে পারেন কি না তার অপেক্ষায় দর্শকরা।
অক্ষয়-প্রিয়দর্শনের জুটি এর আগে ‘ভুল ভুলাইয়া’, ‘হেরা ফেরি’, ‘ভাগম ভাগ’ থেকে ‘গরম মশালা’-র মতো একটার পর একটা ব্লকবাস্টার ছবি দর্শকদের উপহার দিয়েছেন। এবার ফের ১৪ বছর পরে নতুন ছবি নিয়ে ফিরছেন তাঁরা। আসছে ‘ভূত বাংলো’। ভুল ভুলাইয়া'র পর দর্শকের জন্য হরর-কমেডি ঘরানাকেই বেছে নিয়েছেন প্রিয়দর্শন।
After 14 long years the blockbuster jodi is back with #BhoothBangla#HappyBirthdayAkshayKumarpic.twitter.com/CiK762tPJK
— Theravipareek (@theravipareek) September 9, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us