১৬ বছর! এক ফ্রেমে অক্ষয়-ফারদিন! এলেন আদিত্য

অক্ষয় এবং ফারদিন এর আগে হেই বেবি (২০০৭) ছবির জন্য স্ক্রিন স্পেস শেয়ার করেছেন।অক্ষয় বর্তমানে তার বহুল প্রতীক্ষিত ছবি মিশন রানিগঞ্জ মুক্তির অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে ফারদিন বিরতিতে ছিলেন।

author-image
Pallabi Sanyal
17 Sep 2023
asa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : ১৬ বছর পর বিগ স্ক্রিনে ভেসে উঠতে চলেছে অক্ষয় কুমার ও ফারদিন থানের মুখ। খেল খেল মে সিনেমা আবারও বড় পর্দায় এক ফ্রেমে আনছে দুই অভিনেতাকে। তাদের সঙ্গে যোগ দিলেন আদিত্য শীলও। সিনেমাটি ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ইতালীয় চলচ্চিত্র Perfetti Sconosciuti (পারফেক্ট স্ট্রেঞ্জারস) এর রিমেক হতে চলেছে।