New Update
/anm-bengali/media/media_files/UnTx6qcTHQAjrnP8ncCf.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ টেলি অভিনেত্রী রুবিনা দিলাইক এর বাড়িতে আসতে চলেছে নতুন অতিথি। বহু দিন ধরেই এই নিয়ে চলছে জল্পনা। নানা ভিডিওতেও সেই আভাস এর আগেই পাওয়া গিয়েছিল। এবার সেই জল্পনাকেই আর ভালোভাবে ফ্যানদের সামনে তুলে ধরলেন তারা। সম্প্রতি তারা বেড়াতে গিয়েছেন আর সেখানেই বেশ কিছু ছবিতে ধরা পড়েছে ''বেবি বাম্প''। রুবিনা এবং তার স্বামী অভিনব শুক্লা সেই ছবি তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন। যাতে রুবিনার ব্ল্যাক আউটফিটে ''বেবি বাম্প'' স্পষ্ট। সেই পোস্টের নিচে অসংখ্য অনুরাগী এবং সহ অভিনেতা-অভিনেত্রীদের শুভেচ্ছা বার্তা ভরে গিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us