New Update
/anm-bengali/media/media_files/IVxQGNYQAx1canP5cdNy.png)
অভিনেত্রী মিমি চক্রবর্তী
নিজস্ব সংবাদদাতা: চৈত্রের শেষ দিনে যখন সবাই ব্যস্ত নতুন বছরকে স্বাগত জানাতে তখনই মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) বাড়িতে রক্তারক্তি কাণ্ড। রয়েছে চাপ চাপ রক্তের দাগ। মিমির ইনস্টাগ্রাম স্টোরি (Instagram) দেখে ভয় পেয়ে গেলো তাঁর ফ্যানেরা। কী ঘটেছে? চৈত্রের গরমে আম খাওয়ার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। তাতে আঙুলে রক্তের দাগ দেখা যাচ্ছে। ক্ষত অনেকটা গভীর মনে হচ্ছে। আম কাটতে গিয়েই অঘটন ঘটালেন (Injury) নায়িকা, এমনটাই অনুমান। শেষে বরফে আঙুল চুবিয়ে দিয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us