New Update
/anm-bengali/media/media_files/Z6hSGGgYUPqq9AkAs7Mi.png)
অভিনেত্রী মধুমিতা সরকার
নিজস্ব সংবাদদাতা: কয়েকদিন আগেই দাপুটে নেতা মদন মিত্রের সঙ্গে তাঁর ছবি ভাইরাল হয়েছে। তবে সোমবার ইনস্টাগ্রামে (Instagram) অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar) এমন একটি ছবি পোস্ট করেছেন যা দেখে ঘাবড়ে গেছে ভক্তরা। হাতে স্যালাইনের নল ঢোকানো আর শুয়ে রয়েছেন হাসপাতালের বিছানায় (Hospitalised)। লিখেছেন যে তাঁর মারাত্মক একটা কিছু হয়েছিল। এখন ভালো আছেন। আসলে জানা গেছে যে বেশ কিছুদিন ধরেই পেটে যন্ত্রণা হচ্ছিল। অ্যাপেনডিক্স অপরেশন (Appendix Removal) হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us