Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/Vt4URqpaz6dg3GjRo3Gu.jpg)
কাজল ও তনুজা
নিজস্ব সংবাদদাতা : একজন মা চিরকালের জন্য মা। মায়ের দায়িত্ব-কর্তব্য কখনোই শেষ হয় না। যে ধন্যবাদ সন্তান তার মাকে দেয় তাও যথেষ্ট নয়, সন্তানের চিরকালই তার মাকে প্রয়োজন। মাদার্স ডে-তে আবেগঘন পোস্ট অভিনেত্রী কাজলের। সোশ্যাল মিডিয়ায় মা তনুজার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন বিশেষ দিনে। যেখানে সব কিছুর জন্য মাকে ধন্যবাদ জানিয়েছেন কাজল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us