New Update
/anm-bengali/media/media_files/kN1GP7P5hdYXg1c96MIj.jpg)
নিজস্ব সংবাদদাতা : বলিউডের সেরা অ্যাওয়ার্ড মধ্যে অন্যতম আকর্ষণীয় হল আইফা অ্যাওয়ার্ডস। ২৩তম বর্ষে পদার্পণ করলো এই গ্ল্যামারাস অ্যাওয়ার্ড সেরেমনি। ২৬-২৭ মে আবুধাবিতে বসবে চাঁদের হাট। জ্বলজ্বল করবেন বলিউডের নক্ষত্ররা। ইতিমধ্যেই বেশিরভাগ তারকাই পৌঁছে গিয়েছেন আবুধাবিতে। সোনালি সন্ধ্যায় অনুষ্ঠানের উদ্বোধন হলেও আগামীকাল থাকছে চমক। মূল পর্বের অনুষ্ঠানটি হবে রবিবার। আবুধাবির ইয়াস দ্বীপ জুড়ে এখন শুধুই নক্ষত্রদের আনাগোনা। শনিবার আবুধাবিতে পৌঁছলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। বিমানবন্দরে তার সঙ্গে সেলফি তুলতে দেখা যায় এক অনুরাগীকে। দেখুন ভিডিও।
#WATCH | Actress Jacqueline Fernandez arrives in Abu Dhabi for #IIFA2023pic.twitter.com/R87MOVnIVt
— ANI (@ANI) May 27, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us