তালিকায় শীর্ষ স্থান পেয়ে আপ্লূত অভিনেতা বচ্চন

অমিতাভ বচ্চন ১৯৬৯ সালে মৃণাল সেনের চলচ্চিত্র ভুবন শোমে একজন ভয়েস ন্যারেটর হিসেবে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। তার প্রথম অভিনয় ছিল 'সাত হিন্দুস্তানি' ছবিতে।

author-image
Adrita
New Update
ব

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বলিউডের অভিনেতা অভিনেত্রীরা প্রায়ই খবরের শিরোনামে উঠে আসেন। নিজেদেরকে 'স্পটলাইট' এ আনতে তারা নানা ভাইরাল পোস্টও করে থাকেন অনেক সময়ে। এবার আরও এক ভাইরাল পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সম্প্রতি এক্স হ্যান্ডেলে বলি অভিনেতা অভিনেত্রীদের জনপ্রিয়তার এক তালিকা প্রকাশিত হয়েছে। যার শীর্ষস্থান অধিকার করে রয়েছেন বলিউডের 'শাহনশাহ' অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। এই পোস্টটি চোখে পড়েছে স্বয়ং অমিতাভ বচ্চন-এর'ও। তিনি তার জবাব হিসেবে সেই পোস্টটিকে রি-পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ''আভার''।