/anm-bengali/media/media_files/1pLi1RSOgpaeQsWWImMs.jpeg)
নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ায় কান পাতলেই এখন খবর শোনা যাচ্ছে যে প্রযোজকের আসনে বসেছেন জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। নিজের জন্মদিনের দিন নিজের প্রযোজিত ছবি 'মির্জা'-র টিজার শেয়ার করেছিলেন তিনি। সবাইকে চমকে দিয়ে তাঁর এই ছবিতে দেখা মিলেছিলো প্ৰখ্যাত পরিচালক ও অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের। এতপর্যন্ত সবই ঠিক ছিলো। কিন্তু এরপরই সমাজমাধ্যমে তাঁর হাসপাতালের পোশাক পরা একটি ছবি ছড়িয়ে পড়ে। যেটা দেখে অনুরাগীরা বেশ চিন্তায় পড়ে যান। তাদের প্রিয় অভিনেতার কি হয়েছে তা জানতে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁরা।
সূত্রের খবর, মির্জার শুটিং ফ্লোরে পায়ে চোট পেয়েছিলেন অঙ্কুশ। অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে মালাইচাকিতে চোট পান তারকা। তীব্র এই যন্ত্রণা সহ্য করেই প্রায় ৯৮ শতাংশ শুটিং শেষ করেন। তবে এবারে অস্ত্রোপচার করাতে হয়েছে তাঁর।
হাসপাতাল থেকে ছবি শেয়ার করে অনুরাগীদের চিন্তা দূর করেছেন অঙ্কুশ। অভিনেতা লিখেছেন, “আপনাদের সবার ভালোবাসা ও আশীর্বাদে আমি ভাঙা পা ও প্রবল যন্ত্রণা নিয়েই দুরন্ত অ্যাকশন দৃশ্য সমেত মির্জার ৯৮ শতাংশ শুটিং শেষ করতে পেরেছি। ব্যথা যখন সহ্যের সীমা ছাড়িয়ে যেত শুধু একটা চিন্তা আমায় থামতে দেয়নি — ‘আমি আমার দর্শকদের নিরাশ করতে পারি না।’ শেষ পর্যন্ত আমার পায়ের অপারেশন হল, আর কয়েক দিনের মধ্যেই ভালো হয়ে যাব। কারণ, বাংলার বিগেস্ট ডান্স নাম্বারের জন্য আমাকে তৈরি হতে হবে…সবাইকে ভালোবাসা।”
/anm-bengali/media/post_attachments/6a94b300ada3baf53ae97bd66030756b290698a7477da56f974e6b3379e2d752.jpeg)
/anm-bengali/media/post_attachments/b6aa773b96b61a2b26076637b315ecb0a88159d2e0b6988c00bd2294f5e9b28a.jpeg)
/anm-bengali/media/post_attachments/fbcb4a67ea29b4b41ea6c1eec8ab8d8a3e48a1c9f6f5fca2b1185c632a9e7a82.jpeg)
/anm-bengali/media/post_attachments/64bcc86114e646eadb848ec2926a6f3e2631f827542ede5ebd68de9ae604ade3.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us