New Update
/anm-bengali/media/media_files/lAlnuZZZbFPDVA1xbXhr.png)
অভিষেক বচ্চন
নিজস্ব সংবাদদাতা: চরিত্রের প্রয়োজনে অনেকেই নগ্ন দৃশ্যে (Bold Video) অভিনয়ে করেছে। কিন্তু যাঁর বাবার এতো সম্মান, নামডাক সেই অভিষেক বচ্চন (Abhishek Bachchan) কি রাজি হবেন? বচ্চন পুত্র (Big B) বলেন, 'কেন নয়? সমস্য়াটা কোথায়?' যদি চরিত্রের প্রয়োজনে নগ্ন হতে হয়, তাহলে হতে রাজি তিনি। তিনি বলেন তাঁরা কেউ নন কোনও বিষয় নিয়ে চূড়ান্ত রায় দেওয়ার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us