পরিচালকের বাড়িতে ২০০০ টাকার নোটের পাহাড়! তুমুল শোরগোল

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যেই বদলে ফেলতে হবে ২০০০ টাকার নোট কারণ, বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে এই নোট। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ঘোষণার পর থেকেই নড়েচড়ে বসেছে আম-জনতা।

author-image
Anusmita Bhattacharya
24 May 2023
পরিচালকের বাড়িতে ২০০০ টাকার নোটের পাহাড়! তুমুল শোরগোল

নিজস্ব সংবাদদাতা: পরিচালকের বাড়ি থেকে মিলল ২০০০ টাকার নোটের পাহাড়। টুইটারে আসতেই চূড়ান্ত শোরগোল। আলোচনায় খ্যাতনামা দক্ষিণী তারকা বিষ্ণু মাঞ্চু। ২০০০ টাকার নোটের পাহাড়ের ছবি শেয়ার করে দক্ষিণী অভিনেতা লিখলেন, 'ভেনেলা কিশোরের বাড়িতে দেখা করতে গিয়ে এই ছবি তোলা। এখন ভাবছি, এতগুলো ২০০০ টাকার নোটের বান্ডিল দিয়ে কী করবেন তিনি?' টুইট নিমেষে ভাইরাল। পরে জানান এই টুইট আসলে রসিকতার ছলেই করেছেন।