New Update
/anm-bengali/media/media_files/Ahd5vaNvLhJArPIvdvFz.jpg)
নিজস্ব সংবাদদাতা: পরিচালকের বাড়ি থেকে মিলল ২০০০ টাকার নোটের পাহাড়। টুইটারে আসতেই চূড়ান্ত শোরগোল। আলোচনায় খ্যাতনামা দক্ষিণী তারকা বিষ্ণু মাঞ্চু। ২০০০ টাকার নোটের পাহাড়ের ছবি শেয়ার করে দক্ষিণী অভিনেতা লিখলেন, 'ভেনেলা কিশোরের বাড়িতে দেখা করতে গিয়ে এই ছবি তোলা। এখন ভাবছি, এতগুলো ২০০০ টাকার নোটের বান্ডিল দিয়ে কী করবেন তিনি?' টুইট নিমেষে ভাইরাল। পরে জানান এই টুইট আসলে রসিকতার ছলেই করেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us