/anm-bengali/media/media_files/2025/01/23/SKBGN8ECX176z2ZUzDAl.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ছড়ায়-ছড়ায় হবে শিক্ষা। ক্লাস এইটের টেক্সট বইয়ে পড়ানো হবে ‘পকসো’ আইন। রাজ্যে নাবালিকা ধর্ষণের দরুন একের পর এক ফাঁসির নির্দেশ দিয়েছে আদালত। আরজি কর হাসপাতালের ঘটনা থেকে মাটিগাড়া, কুলতলি, যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্তদের ফাঁসির নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু ধর্ষণের প্রবণতা কমছে কই? আরজি করের উত্তপ্ত আবহে বীরভূমের সিউড়িতে চকোলেট কিনতে গিয়ে ধর্ষণের শিকার ১১ বছরের নাবালিকা।
সমাজ বদলের তাগিদ অনুভব করে একেবারে ছোটবেলা থেকেই গুড টাচ, ব্যাড টাচ এবং শিশু যৌন হেনস্থা বিরোধী পকসো আইন বোঝানোর দায়িত্ব নিল স্কুল শিক্ষা দপ্তর। ২০২২ সালে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের সুপারিশে সপ্তম শ্রেণিতে ‘গুড টাচ, ব্যাড টাচ’ এবং ‘পকসো’ আইনের খুঁটিনাটি সিলেবাসে অন্তর্ভুক্ত করেছিল রাজ্য। এবার ক্লাস এইটের স্বাস্থ্য ও শারীর শিক্ষা বইতে তা আরও বিস্তারিত ভাবে বোঝানো হয়েছে। ইতিমধ্যেই নতুন বইগুলি স্কুলে এসেছে।