New Update
/anm-bengali/media/media_files/ypk6v85TR5XF2CNP6hAM.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আর ৪০ দিনও বাকি নেই পুজোর। এখনও শপিং-এ হাত দিতে পারেননি বহু মানুষই। আসলে কর্মব্যস্ত জীবনে সেই ভাবে বাজার ঘুরে জিনিস কেনা আজ যেন অতীত হতে বসেছে। এতো সময় মিলবে কোথায়? কিন্তু যদি একই ছাদের তলায় সব কিছু পেয়ে যান? মন্দ হবে না, কি বলুন!
আসলে দক্ষিণ কলকাতার মান্দেভিলা পার্কে ফ্যাশন মেলার আয়োজন করা হয়েছে। বাড়ির খুদে সদস্য থেকে শুরু করে বাড়ির বয়ঃজ্যেষ্ঠ সকলের জন্যে ফ্যাশনেবল ট্রেন্ডি ড্রেস পেয়ে যাবেন এখানে। এমনকি মহিলারা পোশাকের সাথে পেয়ে যাবেন সাজগোজের জিনিসও। প্রায় ৪৫টি দোকান রয়েছে সেখানে। আর প্রত্যেক দোকান আপনাকে ধরাবে ফ্যাশনেবল পোশাক। আর একই জায়গায় সব মেলায়, সময়ও বাঁচবে আপনার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us