New Update
/anm-bengali/media/media_files/f49TqE3i7NoYxjXqMiCi.jpg)
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: আজ মহাপঞ্চমী। আকাশে বাতাসে পুজোর ভরপুর আমেজ। শুরু হয়ে গিয়েছে বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো। কলকাতা থেকে শহরতলি সর্বত্র আজ পুজোর গন্ধ। ইস্পাত নগরী দুর্গাপুরেও পুজোর উন্মাদনা তুঙ্গে। ইস্পাত নগরীর এক অন্যতম হল পুজো হল, ' ডেভিড সর্বজনীন কমিটির ' দুর্গাপুজো।
এই বছর তাদের পুজোটি ৫৬ বছরে পদার্পণ করেছে। এবারে এই পুজোর থিম হল ' মায়ের মঙ্গল স্বস্তিক '। এই থিমের মাধ্যমে প্রত্যেকের জীবনে সুখ ভরিয়ে দিতে চলেছে পুজো উদ্যোক্তারা।
/anm-bengali/media/media_files/BlYVrcRrHcmy2TkOPpJz.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us