/anm-bengali/media/media_files/hSFL1Oi5BT2a6eJ9PQ0p.jpg)
নিজস্ব সংবাদদাতা: পুজোয় বাংলায় বৃষ্টি হতে পারে এটা সবাই আগেই জানত। গত ২৪ ঘন্টায় রাজ্যের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখেছে মানুষ। আজ সপ্তমী থেকেই মূলত পুজো শুরু বাঙালির। তবে ঘোরাঘুরির আগে জেনে নিন দশমী অবধি কী অবস্থা থাকবে।
পূর্বাভাস বলছে যে পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সকালের দিকে মূলত পরিষ্কার আকাশ দেখা যাবে। বিক্ষিপ্ত বৃষ্টি ও মেঘলা আকাশ থাকতে পারে কোথাও কোথাও। বিকেল বা সন্ধের দিকে হালকা বৃষ্টির হলেও হতে পারে। যদিও এই সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ভারী বৃষ্টি হবে না আর আজ। শুক্রবার ১১ তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কমে যেতে পারে অনেকটাই। দক্ষিণবঙ্গে নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদনীপুরে বৃষ্টিপাত বেশি হবে। অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টির হতে পারে অষ্টমীতে। ১২ তারিখেও এরকমই থাকবে আবহাওয়া। ১৩ তারিখে দক্ষিণবঙ্গের উত্তরের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া দেখা যেতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদনাপুরে এক-দুই জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ১৪ তারিখ এবং ১৫ তারিখ প্রধানত শুষ্ক আবহাওয়াই থাকবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us