দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত! চণ্ডীগড়ের সাধারণ সমাবেশ থেকে উঠল 'পাকিস্তান মুর্দাবাদ'
হামলায় পাকিস্তানের প্রধান লক্ষ্য পাঞ্জাব! এবার স্থানীয়দের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করল সেনাবাহিনী
পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জের! চারধাম যাত্রার হেলিকপ্টার পরিষেবা স্থগিত
একের পর এক বিমানঘাঁটি ধ্বংস পাকিস্তানের! এবার ভারতকে হামলা বন্ধের আর্জি করলেন 'অসহায়' পাক মন্ত্রী
শ্রীনগরকে উড়িয়ে দেওয়ার চেষ্টা পাকিস্তানের! একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল কাশ্মীরের রাজধানী
পাঞ্জাবের বিমানঘাঁটি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা পাকিস্তানের! ভারতের পাল্টা জবাবে নাজেহাল ইসলামাবাদ
শুক্রবার রাতে পাঞ্জাবের স্কুল ও হাসপাতাল লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান! অভিযোগ সেনাবাহিনীর
পাখির কলরবে নয়, বরঞ্চ বিস্ফোরণ, গুলিবর্ষণের বিকট আওয়াজে ঘুম ভাঙছে পুঞ্চের নিরীহ মানুষদের!
শ্রীনগরের ডাল লেকে আছড়ে পড়ল পাক ক্ষেপণাস্ত্র! কী বলছে ভারতীয় সেনাবাহিনী

'এক নয়, এগারোতে শক্তি' থিম নিয়ে এবারের দুর্দান্ত উপস্থাপনা 'বেহালা ১১ পল্লী ইউথ অ্যাসোসিয়েশন' ক্লাবের

'বেহালা ১১ পল্লী ইউথ অ্যাসোসিয়েশন' ক্লাবের নামের সাথে মিল রেখে এ বছরে পূজোর থিম করা হয়েছে 'এক নয়, এগারোতে শক্তি'

author-image
Debapriya Sarkar
New Update
Behala

নিজস্ব প্রতিবেদন : পূজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। কলকাতায় নামিদামী ক্লাবগুলোর পূজোর প্রস্তুতি প্রায় শেষের পথে। অক্টোবরের দুই তারিখ মহালয়া। ইতিমধ্যে কলকাতা শহর সেজে উঠেছে আলোর রোশনাইতে। কলকাতার একাধিক জনপ্রিয় পুজো ক্লাব গুলির মধ্যে অন্যতম হলো 'বেহালা ১১ পল্লী ইউথ অ্যাসোসিয়েশন'। সম্প্রতি ANM News এর পক্ষ থেকে খোঁজ নেওয়া হল 'বেহালা ১১ পল্লী ইউথ অ্যাসোসিয়েশন' ক্লাবের পূজোর প্রস্তুতিতে। 

publive-image

'বেহালা ১১ পল্লী ইউথ অ্যাসোসিয়েশন' ক্লাবের একজন বিশেষ সদস্য প্রতীক ঘোষ আমাদের সাথে শেয়ার করে নিল তাদের ক্লাবের পূজোর সমস্ত খুঁটিনাটি তথ্য। এবারের ৭১ তম বর্ষে 'বেহালা ১১ পল্লী ইউথ অ্যাসোসিয়েশন' ক্লাবের থিম কি হতে চলেছে জানতে চাওয়া হলে প্রতীক বাবু জানান, এবছরের পূজোর থিম 'এক নয়, এগারোতে শক্তি'। প্রতীক বাবু জানান ক্লাবের নামের সাথে মিল রেখে এ বছরে পূজোর থিম করা হয়েছে। এবছর 'বেহালা ১১ পল্লী ইউথ অ্যাসোসিয়েশন' ক্লাবের পুজোর খরচ প্রায় ২০ লক্ষ টাকা।

publive-image

এবারের পুজোর প্রতিমা শিল্পী, আলোকসজ্জা, থিম আর্টিস্ট সম্বন্ধে জানতে চাইলে প্রতীক বাবু জানান, থিম আর্টিস্টে এবং প্রতিমা শিল্পী বাপ্পা দত্ত এবং মোহন মন্ডল ও আলোকসজ্জায় রয়েছেন সন্তু দাস। পূজোর উদ্বোধন সম্বন্ধে জানতে চাইলে প্রতীক বাবু জানান ৩ তারিখ অর্থাৎ প্রথমার দিন জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে পূজা মন্ডপ। উদ্বোধনের জন্য কোনো অতিথি আসছেন কিনা জানতে চাওয়া হলে চন্দ্রশেখরবাবু জানান রামকৃষ্ণ মিশন মঠের স্বামীজির সাথে কথা হয়েছে। এবছরের পূজোর উদ্বোধন তিনিই করবেন। 

Behala

'বেহালা ১১ পল্লী ইউথ অ্যাসোসিয়েশন' ক্লাব নারী সুরক্ষার বিষয়ে কতটা গুরুত্ব দিচ্ছে জানতে চাওয়া হলে প্রতীক বাবু বলেন, 'আমরা যেখানে পূজো করি সেখানে অনেকটা খোলামেলা। গলির পূজো নয়। তাই আলাদা করে বিশেষ কোনো নারী সুরক্ষার পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। আমাদের ভলেন্টিয়ার, পুলিশ এবং সিসিটিভি ক্যামেরা রয়েছে সবকিছু পর্যবেক্ষণের জন্য'।