New Update
/anm-bengali/media/media_files/rJ4BAd2xZx9Au001aDVE.jpg)
নিজস্ব সংবাদদাতা: পুজোর সময়ে হাওড়া ময়দান থেকে সল্ট লেক সেক্টর V পর্যন্ত কখন পাবেন মেট্রো, সেটা এবার জানিয়ে দিলেন মেট্রো রেল কর্তৃপক্ষ।
সবুজ লাইন:
পঞ্চমীতে ২২৫টি পরিষেবা সকাল ৭:৩০ থেকে রাত ৯:১৬ পর্যন্ত পাবেন।
ষষ্ঠীতে ১৮৪টি পরিষেবা সকাল ৯:০০ টা থেকে রাত ৯:২৮ টা পর্যন্ত পাবেন।
সপ্তমী, অষ্টমী এবং নবমীতে ১৯২টি পরিষেবা (৯৭টি আপ এবং ৯৫টি ডিএন) ভোর ২:৩০ টা থেকে ০৪:১৮ টা পর্যন্ত পাবেন।
দশমী ৭৪টি পরিষেবা দুপুর ২:৩০ থেকে রাত ১২:৩২ ঘন্টা পর্যন্ত পাবেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/x7j4PzIjgizxptYGr0c6.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us