দেশের মহীয়সী নারীদের নিয়ে থিম! নজর কেড়েছে এই পুজো

কোথায় হচ্ছে এই পুজো?

author-image
Anusmita Bhattacharya
New Update
Screenshot 2025-10-02 124349

নিজস্ব প্রতিনিধি, মালদা: মালদার চাঁচল সদর এলাকায় যে কয়েকটি পুজো এবার জেলাবাসীর নজর কেড়েছে তার মধ্যে অন্যতম হল ইয়ুথ ক্লাব। ইতিহাস থেকে শুরু করে বর্তমান সময়ের দেশের মহীয়সী নারীদের নিয়ে এই বছর থিম এই ক্লাবের। ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছ থেকে সেরা পুজোর শিরোপা মিলেছে। মহানবমীর দুপুরে কুমারী পুজোকে কেন্দ্র করেও ছিল উন্মাদনা। এদিন কুমারীর রূপে পূজিত হয় এলাকারই খুদে দেবাংশী সাহা। পরবর্তীতে নিয়ম অনুযায়ী চলতে থাকে নবমীর পুজো। আজকেও সকাল থেকেই দর্শনার্থীদের ঢল পুজো মণ্ডপে।

Screenshot 2025-10-02 124420