New Update
/anm-bengali/media/media_files/2WoNEPUVCEh8bHAaE1PQ.webp)
নিজস্ব সংবাদদাতাঃ ধূপগুড়ি উপ নির্বাচনের (Dhupguri By Election 2023) দ্বিতীয় রাউন্ডের ভোট গণনা শেষেও খুশির হাওয়া বইছে বিজেপি শিবিরে। কেন জানেন? কারণ এই রাউন্ডেও তৃণমূল ও সিপিএমকে পিছনে ফেলে এগিয়ে গেলেন বিজেপির মনোনিত প্রার্থী তাপসী রায়। দ্বিতীয় রাউন্ড শেষে তাঁর প্রাপ্ত ভোট ১৮,১৬৫। অন্যদিকে তৃণমূল প্রার্থীর ঝুলিতে এখন প্রাপ্ত ভোট রয়েছে ১৭,১৪৭। অন্যদিকে বামেদের দখলে ২০৭৯ ভোট।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us