New Update
/anm-bengali/media/media_files/HKM3Zoj9HOmLlxkRatEc.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ধূপগুড়ি উপ নির্বাচনের ভোট গণনার চতুর্থ রাউন্ডের শেষে কিছুটা ধাক্কা খেল বিজেপি (BJP)। এই আসনে বিজেপির প্রার্থী তাপসী রায়কে টেক্কা দিয়ে তৃণমূলের প্রার্থী নির্মলচন্দ্র রায় ৩৬০ ভোটে এগিয়ে গেলেন। চতুর্থ রাউন্ড শেষে তৃণমূলের প্রাপ্ত ভোট ৩৯,০৯৬ এবং বিজেপির প্রাপ্ত ভোট৩৮,৭৩৬।