New Update
/anm-bengali/media/media_files/4K8cEMeM1X2g0AOdGDK9.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মা দুর্গার মর্তে আগমন সময়ের অপেক্ষা মাত্র। মা দুর্গা যেমন দশ হাতে দশ দিক একাই সামলান, তেমনই আমাদের মা ও বোনেরাও ঘরে বাইরে সমান তালে নিজেদের মেলে ধরেছেন। মা দুর্গার মতই তারা বাইরের দায়িত্ব যেমন সামলান তেমনই বাড়িতেও মাতৃরূপে ঘর ভরিয়ে তোলেন। তাই প্রকৃত অর্থেই নারীদের মধ্যেই দশ হাতে মা দুর্গার বাস। তাই এবার পুজোয় মায়ের কাছে প্রত্যেক নারীর জন্য একবার প্রার্থনা করুন। তারা যেন সুস্থ থাকেন, দেশের অগ্রগতিতে শক্তির রূপ হয়ে ওঠেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us