New Update
/anm-bengali/media/media_files/ZAaalOvtjz2BzQ0FvxzF.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মা আসছেন, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। মা দূর্গা তার দশ হাতে সব কাজ করে ফেলতে পারে অনায়াসেই। ঠিক যেমন আমাদের ঘরের মা, তিনিই তো দশভুজা হয়ে গোটা সংসারটাকে সামলে রাখেন। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে অর্থ উপর্জনের (বহু ক্ষেত্রেই) সঙ্গে সংসারের সমস্ত খুঁটিনাটি কাজ একাই করে থাকেন গৃহস্থের দশভুজারা। বাকিরা সপ্তাহে একদিন ছুটি পেলেও 'মা' কিন্তু সপ্তাহে একদিন ছুটি পান না। তবুও হাসি মুখে সংসারের সমস্ত কাজ একাই সামলে থাকেন 'মা'। তাই এবারের পুজোয় স্বর্গের দশভুজার সঙ্গে গৃহস্থের দশভুজাকেও সমান ভাবে প্রাধান্য দেওয়া গেলে কেমন হয়? অন্তত একটা গোটা দিন এবারের পুজোটা মা এর সঙ্গে তার পছন্দ মত কাটুক না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us