মাতৃরূপেণ সংস্থিতা: মা....

এই পুজোয় মায়ের জন্য প্রার্থনা। 

author-image
Aniket
16 Sep 2023
dw

File Picture

নিজস্ব সংবাদদাতা: মা দূর্গার মায়ের রূপ আমাদের অত্যন্ত পরিচিত। তিনিই মা, তিনিই প্রত্যেক মায়ের মধ্যে বিরাজমান। আর এবার পুজোয় প্রত্যেক মায়ের সঙ্গে সেই মায়ের জন্য বিশেষ প্রার্থনা করুন যারা একা হাতে মাতৃত্বের ভূমিকা পালন করছেন। ঘরে বাইরে সমান ভাবে নিজেকে এগিয়ে নিয়ে গিয়ে বাবা ও মায়ের ভূমিকা একই রূপে পালন করছেন। তারা যেন আরও শক্তি পান, কখনও যেন কোনও দুর্গতি তাদের স্পর্শ করতে না পারে তার প্রার্থনা তো করাই যায় মা দুর্গতিনাশিনীর কাছে।