অক্টোবরেই মুক্তি পাবে 'রই রই বিনালে', জুবিন গার্গের সুরে তৈরি অসমের প্রথম মিউজিক্যাল সিনেমা

পরিচালক রাজেশ ভূঞা জানালেন — “জুবিনদা নিজেই চেয়েছিলেন ৩১ অক্টোবর মুক্তি পাক ছবি”।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-10-05 12.58.54 PM

নিজস্ব সংবাদদাতা: বহু প্রতীক্ষিত অসমিয়া সিনেমা ‘রই রই বিনালে’ নিয়ে পরিচালকের ঘোষণা। ছবির পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা রাজেশ ভূঞা বলেন, “গত তিন বছর ধরে আমরা এই ছবির কাজ করছি। ছবির গল্প ও সংগীত দুটোই করেছেন জুবিন গার্গ। এটি অসমের প্রথম পূর্ণাঙ্গ মিউজিক্যাল সিনেমা।”

ভূঞা আরও জানান, “আমরা ছবির প্রায় সব কাজ শেষ করেছিলাম, শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক বাকি ছিল। জুবিনদা নিজে চেয়েছিলেন যেন এটি ৩১ অক্টোবর মুক্তি পায়, তাই আমরা সেই তারিখেই ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি — শুধু অসমে নয়, সারা দেশজুড়েই রিলিজ হবে।”

তিনি বলেন, “আমরা ল্যাপেল মাইকে জুবিনদার কণ্ঠ রেকর্ড করেছিলাম, তাই তাঁর ৮০-৯০% কণ্ঠ স্পষ্টভাবে ব্যবহার করা যাবে। আমরা ছবিতে তাঁর আসল কণ্ঠই রাখব।” অসমের চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ছবিটি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।