বড়দিনের আগেই নিরাপত্তার চাদরে মুড়ল কলকাতা, মোতায়েন ৩০০০ পুলিশ

কলকাতা পুলিশ ক্রিসমাস এবং ক্রিসমাসের প্রাক্কালে পার্ক স্ট্রিট এবং তার আশেপাশে ট্র্যাফিক বিধিনিষেধ আরোপ করবে বলে শোনা যাচ্ছে।

author-image
SWETA MITRA
New Update
christmass.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র দুদিন পরেই গোটা দেশ বড়দিনের আনন্দে মেতে উঠবে। এদিকে আনন্দে মেতে উঠবে শহর কলকাতা (Kolkata)-ও। যদিও বড়দিনের (Christmas) আগে নিরাপত্তারচাদরেমুড়ে ফেলা হচ্ছেকলকাতাকে।

3,000 Cops To Be On Duty In Park Street Zone During Festive Days | Kolkata  News - Times of India

বড়দিনের দিনহাজারেরবেশিপুলিশকর্মীমোতায়েন থাকবেন বলে খবর।বিভিন্নপয়েন্টেরদায়িত্বেথাকবেনজনডিসিসহআরওঅনেকে। পার্কস্ট্রিটসহবেশকিছুগুরুত্বপূর্ণজায়গায়থাকবেকুইকরেসপনসটিম, অ্যাম্বুলেন্স।