/anm-bengali/media/media_files/J9u3QGjIercCMEoMKUsx.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ ভোটমুখী রাজ্য ছত্তিশগড়ে গিয়ে বড় দাবি করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। ছত্তিশগড়ের সুরগুজায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘অটল বিহারী বাজপেয়ী, জওহরলাল নেহেরু এবং এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকেরই নতুন ছত্তিশগড় গড়ার স্বপ্ন ছিল। দু'বছরের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পর রমন সিংয়ের সরকার চলে যায়। সেই কারণেই প্রধানমন্ত্রী মোদীর নতুন ছত্তিশগড় গড়ার স্বপ্ন পূরণ হয়নি। কংগ্রেস নতুন সরকার গঠন করে এবং ভূপেশ বাঘেল মুখ্যমন্ত্রী হন। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর আপনারা সবাই জানেন কী ঘটেছে। এখন মহাদেব এসেছেন। মনে হচ্ছে মহাদেব সিদ্ধান্ত নিয়েছেন যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে চলে যেতে হবে এবং বিজেপির আসা উচিত।কংগ্রেসের শাসনকালে ছত্তিশগড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।“
#WATCH | Surguja, Chhattisgarh: Defence Minister Rajnath Singh says, "Atal Bihari Vajpayee, Jawaharlal Nehru, and now PM Modi all had the dream of making a new Chhattisgarh... After PM Modi came within two years, Raman Singh's government was gone. That's why PM Modi's dream of… pic.twitter.com/hLJRudkExW
— ANI (@ANI) November 11, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us