ভোটের সকালে 'গ্যারান্টি-রিমাইন্ডার' প্রিয়াঙ্কার

ভোট দিতে বেরনোর আগে ফের প্রতিশ্রুতি স্মরণ করালেন কংগ্রেস নেত্রী।

author-image
Pallabi Sanyal
New Update
ো

নিজস্ব সংবাদদাতা : ছত্তিশগড়ে নির্বাচনের সকালেও ভোটারদের গ্যারান্টি রিমাইন্ডার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর। এক্স হ্যান্ডেলে তিনি রাজ্যবাসী স্মরণ করিয়ে দেন, কংগ্রেসের গ্যারান্টির কথা। কী কী প্রতিশ্রুতি ? তিনি লেখেন, ২০ কুইন্টাল/একর ধান ক্রয় করা হয়েছে, ধানের MSP ৩২০০ টাকা, কৃষকদের ঋণ মকুব, কেজি থেকে পিজি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, তেন্ডুপাতার দাম প্রতি ব্যাগ ৬০০০ টাকা, টেন্ডু পাত্তায় ৪০০০ টাকা বার্ষিক বোনাস, ভূমিহীন শ্রমিকদের ১০ হাজার টাকা, ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ, সিলিন্ডার রিফিল প্রতি ৫০০ টাকা ভর্তুকি, ১৭.৫০ লক্ষ দরিদ্র পরিবারকে আবাসন,  গৌণ বনজ পণ্যের উপর ১০ টাকার অতিরিক্ত MSP, ১০ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা, জাত শুমারি অনুষ্ঠিত হবে।