৭০ বছর! মোদী-শাহকে কংগ্রেসের অবদান স্মরণ করালেন খার্গে

মল্লিকার্জুন খার্গের নিশানায় নরেন্দ্র মোদী-অমিত শাহ।

author-image
Pallabi Sanyal
New Update
োোোোোোোোোোো

ফাইল ছবি


নিজস্ব সংবাদদাতা : ছত্তিশগড়ে ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে কংগ্রেসের অবদানের কথা স্মরণ করালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, " যে লোকেরা বলে যে কংগ্রেস পার্টি ৭০ বছরে কিছুই করেনি, আমরা যদি ৭০ বছরে কিছু না করতাম, তাহলে প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী হতে পারতেন না। আর অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হতেন না। আমরা এই দেশের সংবিধান বাঁচিয়েছি, সেই জন্যই আপনারা ওই চেয়ারে বসে আছেন।"
কংগ্রেস সভাপতি এও স্মরণ করান যে "আমরা কিছু না করে ভোট চাইছি না। আমরা যখন কেন্দ্রে ছিলাম, আমরা MGNREGA স্কিম নিয়ে এসেছি, খাদ্য নিরাপত্তা আইন নিয়ে এসেছি এবং এর জন্য কাজ করেছি। শিশুদের শিক্ষার ওপর নজর দিয়েছি। আজ যা দেখা যাচ্ছে তা প্রধানমন্ত্রী মোদীর কারণে নয়।"

hiring.jpg