কংগ্রেস ও বিজেপিকে একই বানে বিঁধলেন কেজরি!

জমে উঠেছে ভোট প্রচার। এবার বিজেপি ও কংগ্রেসকে নিশানা কেজরিওয়ালের।

author-image
Pallabi Sanyal
New Update
োোো

নিজস্ব সংবাদদাতা : ছত্তিশগড়ে একই দিনে ভোট প্রচারে কংগ্রেস-বিজেপি-আপ। জাঞ্জগির-চাম্পায় নির্বাচনী প্রচারে গিয়ে একযোগে কংগ্রেসও বিজেপিকে আক্রমণ করলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সঙ্গে ছিলেন ভগবন্ত মান। কেজরি সুর চড়িয়ে বলেন, "স্বাধীনতার ৭৫ বছর পরেও, দেশের দরিদ্র মানুষ অসুস্থ হলে সম্পূর্ণ চিকিৎসা নিতে পারছে না। এই ৭৫ বছরে, বিজেপি ও কংগ্রেস  কী করেছে?  তারা কেবল দেশকে লুট করেছে।"