New Update
/anm-bengali/media/media_files/kJ5WkxdbGB7qMtybWIkG.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে ছত্তিশগড়ে (Chhattisgarh) জমে উঠেছে রাজনৈতিক খেলা। রাজনৈতিক দলগুলির পাশাপাশি তৎপর হয়ে উঠেছে ইডি (ED), সিবিআই (CBI)-এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। এরই মাঝে কংগ্রেসের (Congress) তরফে বিস্ফোরক দাবি করা হল। ছত্তিশগড়ে বিধানসভা ভোটের আগে বড় কিছু যে হতে পারে তার আগাম আভাস দিল কংগ্রেস। কংগ্রেসের টুইটার পেজে একটি পেন ড্রাইভের ছবি শেয়ার করা হয়েছে। তারই সঙ্গে লেখা হয়েছে, ‘না ইডি বলবে না সিডি বলবে। এবার সব সত্যি কথা এই পেন ড্রাইভ বলবে, ব্যস কিছুক্ষণের মধ্যে।‘ এই পেন ড্রাইভের মধ্যে কী লুকিয়ে রয়েছে সে রহস্য জিইয়ে রেখেছে কংগ্রেস।
ना ED बोलेगी, ना CD बोलेगी
— INC Chhattisgarh (@INCChhattisgarh) November 3, 2023
अब सारा सच ये पेन ड्राइव बोलेगी….
बस थोड़ी देर में. pic.twitter.com/IMooJVU2C4
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us