প্রথম দফা! বাইরে বেরনোর আবেদন

ছত্তিশগড়ে নির্বাচনের শুরু। প্রথম দফায় রাজ্যবাসীকে বাইরে বেরনোর অনুরোধ মুখ্যমন্ত্রীর।

author-image
Pallabi Sanyal
New Update
bhupesh-1693233550.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : ছত্তিশগড়ে প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চলছে ভোট গ্রহণ। রাজ্যবাসীকে ঘরের বাড়ির বাইরে বেরনোর আবেদন কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের। তিনি বলেন, ''আজ প্রথম ধাপের নির্বাচন। সকাল থেকেই রাজ্যের ভোটারদের মধ্যে বিস্ময়কর উৎসাহ লক্ষ্য করছি।গণতন্ত্রের এই মহান আত্মত্যাগে, ভোটের আকারে আপনার অবদান আবারও রাজ্যে 'আস্থার সরকার' নিশ্চিত করছে।আপনারা সবাই ঘর থেকে বের হয়ে ভোট দিন এবং গণতন্ত্রকে শক্তিশালী করুন।''