সারি সারি সাজানো টাকার বান্ডিল, বিস্ফোরক বিজেপি নেতা

বিধানসভা ভোটের আগে ফের একবার আসরে নামলেন বিজেপি নেতা। করলেন বিস্ফোরক অভিযোগ।

author-image
SWETA MITRA
New Update
f1caede2-e3cb-48ae-a535-7c713edba72b.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বিধানসভা ভোটের আগে ফের একবার নতুন করে বোমা ফাটালেন হেভিওয়েট বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya)। আজ সোমবার টুইটারে তিনি দুটি ছবি পাশাপাশি পোস্ট করেন। আর এই দুটি ছবিতেই টাকার বান্ডিল দেখা যাচ্ছে। সারি সারি টাকার বান্ডিল দেখা যাচ্ছে। তাঁর দাবি, একটি হল কর্ণাটকের অন্যটি হল ছত্তিশগড়ের। এরপর বিজেপি নেতা লেখেন, 'মধ্যপ্রদেশেকংগ্রেসকেভোটদেওয়ামানেরাজ্যকেকংগ্রেসেরএটিএমবানিয়েদেওয়া।আমরাকর্ণাটকে, রাজস্থানেএবংছত্তিশগড়েদেখেছি, ভূপেশবাঘেলমহাদেবকেওরেহাইদেননি।'