মদ, কয়লা কেলেঙ্কারির পর গোবর! নোংরা কীর্তি ফাঁস করলেন অমিত শাহ

এবার বড় দাবি করলেন অমিত শাহ।

author-image
SWETA MITRA
New Update
মদ, কয়লা কেলেঙ্কারির পর গোবর!.jpg

নিজস্ব সংবাদদাতাঃ দ্বিতীয় দফার ভোটের আগে ছত্তিশগড়ে গিয়ে ফের একবার কংগ্রেসকে নিশানা করলেন কেন্দ্রীয়স্বরাষ্ট্রমন্ত্রীঅমিতশাহ (Amit Shah)। তিনিবলেছেন, "কংগ্রেসেরএইসরকারকেলেঙ্কারিরসরকার।ভূপেশবাঘেলমদকয়লাকেলেঙ্কারিকরেছেন।প্রধানমন্ত্রীমোদীযেচালপাঠিয়েছেন, তাতেওমুখ্যমন্ত্রী কেলেঙ্কারিকরেছেন।আমিআমারজীবনেএমনকাউকেদেখিনিযিনিগোবরনিয়েপ্রতারণাকরেছেন।এতেওতিনিপ্রতারণাকরেছেন।মহাদেববেটিংকেলেঙ্কারিপ্রকাশকরাহয়েছিল।চন্দ্রযানযখনচাঁদেঅবতরণকরেছিল, তখনপ্রধানমন্ত্রীমোদীসেইপয়েন্টটিরনামদিয়েছিলেন 'শিবশক্তি' এবংমহাদেবকেসম্মানকরেছিলেন।“