কুলদীপের পর রবীন্দ্র জাদেজা, নিউজিল্যান্ডকে এবার ভয় ধরালেন তিনিও

২৩.২ ওভারে নিউজিল্যান্ড হারায় তাঁদের চতুর্থ উইকেট।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Team India

File Picture

নিজস্ব সংবাদদাতা: জোশ বেড়েছে মেন-ইন-ব্লু-এর। এবার আক্রমণাত্মক ভঙ্গিমা দেখা যাচ্ছে প্রত্যেকের হাবেভাবে। কুলদীপ যাদবের পর এবার মাঠে আগুন ধরালেন রবীন্দ্র জাদেজা। প্রথম রিভিউ নষ্ট হলেও দ্বিতীয় বলেই মাঠ থেকে ফেরালেন কিউয়ি ব্যাটার টম ল্যাথামকে। 

Gll90pDbMAAjwSg

২৩.২ ওভারে নিউজিল্যান্ড হারাল তাঁদের চতুর্থ উইকেটও। ৩০ বলে মাত্র ১৪ রান করেই মাঠ ছাড়তে হল তাঁকে। এই মুহুর্তে নিউজিল্যান্ডের স্কোর বোর্ড ৪ উইকেট হারিয়ে ৩২ ওভার শেষে ১৪৩ রান।