২৫১-তেই থামল নিউজিল্যান্ড, ভারতের জন্য লক্ষ্যমাত্রা ২৫২

ফাইনাল জিততে গেলে ভারতকে করতে হবে ২৫২। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rohit virat

File Picture

নিজস্ব সংবাদদাতা: অবশেষে শেষ হল নিউজিল্যান্ডের ইনিংস। ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৫১-তে শেষ হল তাঁদের ব্যাটিং। ভারতের কাছে লক্ষ্যমাত্রা ২৫২। অর্থাৎ জিততে গেলে ভারতকে করতে হবে ২৫২। 

GlmWMshakAAeMvn

দুবাইয়ের মন্থর পিচে ভারতের কাছে টার্গেট ২৫২। হাতে রয়েছে ১০ উইকেট। ভারত কি শেষমেশ বাজিমাত করতে পারবে? চ্যাম্পিয়ন্স ট্রফি কি ভারত দেশে নিয়ে আসবে? নাকি সেই ট্রফি নিয়ে যাবে নিউজিল্যান্ড? উত্তর মিলবে কিছু সময় পরই। তার জন্যে রইলো আরও কিছু সময়ের অপেক্ষা।