নিজস্ব সংবাদদাতা: ইহারে কয় ‘কুলদীপ ঝড়’। যেখানে আজ ভারতের খেলা দেখে প্রথম থেকে কোথাও গিয়ে ঝিমিয়ে পড়ছিল গোটা দেশ, সেখানে ১৪০ কোটি ভারতীয়কে এই মুহুর্তে চাঙ্গা করে দিয়েছেন কুলদীপ যাদব। গোটা টিমের মধ্যেও তৈরি হয়েছে নতুন জোশ। কেননা প্রথম বলে প্রথম উইকেট নেওয়ার কিছুক্ষণের মাথাতেই কুলদীপ নিয়ে নিলেন তাঁর দ্বিতীয় উইকেটও।
/anm-bengali/media/media_files/2025/03/09/BNU7jXBYE5WqOZ16A3Jm.jpg)
১২.২ ওভারে সুন্দর এক আক্রমণাত্মক বলে কেন উইলিয়ামসনকে ক্রিজে ফেরালেন কুলদীপ। ১৪ বলে ১১ রান করেই মাঠ ছাড়তে হল কিউয়ি প্রাক্তন অধিনায়ককে। এই মুহুর্তে নিউজিল্যান্ডের স্কোর বোর্ড ৩ উইকেট হারিয়ে ২০ ওভার শেষে ১০১ রান।