নিজস্ব সংবাদদাতা: শেষ ৪ ওভার যেন টানটান উত্তেজনাপ্রবণ চলছে নিউজিল্যান্ড শিবিরে। উইকেটে ধস নামায় সেই ভাবে মোটা রানের টার্গেট দিতেই পারল না কিউয়িরা। তবুও লড়াই চালাচ্ছেন খেলোয়াড়রা। ৪৮.৬ ওভারে রান আউট হয়ে গেলেন মিচেল স্যান্টনার। মাত্র ১০ বলে ৮ রান করে ক্রিজে ফিরলেন তিনি। এই মুহুর্তে নিউজিল্যান্ডের স্কোর বোর্ড ৭ উইকেট হারিয়ে ৪৯ ওভার শেষে ২৩৯ রান।
/anm-bengali/media/media_files/2025/03/09/o51LePJHqEWkUhDspsCk.jpg)