New Update
/anm-bengali/media/media_files/8bZiYpKZPrMwx14vadYb.jpg)
নিজস্ব সংবাদদাতা: জীবনবীমা করালে নির্দিষ্ট সময় পর সেই টাকা ফেরত পাওয়ার কথা। তাকে ম্যাচিওরিটি অ্যামাউন্ট বলে। মেয়াদ শেষ হলে চূড়ান্ত একটি অর্থ পলিসিহোল্ডারদের পাওয়ার কথা। এর জন্য নির্দিষ্ট বিমা সংস্থার কাছে দাবি জানাতে হয় পলিসিগ্রাহককে।
LIC-র বিভিন্ন পলিসির মধ্যে রয়েছে এনডাওমেন্ট পলিসি। মেয়াদ শেষের মাস দুয়েক আগে পলিসিগ্রাহককে চিঠির মাধ্যমে অফিসিয়ালি নির্দিষ্ট নথিপত্র জমা করতে বলা হয় বিমা সংস্থার কাছে। মেয়াদ উত্তীর্ণ হলে নির্দিষ্ট তারিখে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চূড়ান্ত অর্থের টাকা জমা পড়ে যাবে। অনলাইন বা অফলাইন দুই ভাবেই এই আবেদন করা যায়।
এই ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হল ক্লেম সেটেলমেন্ট। মেয়াদ উত্তীর্ণ হওয়া কিংবা পলিসিগ্রাহকের মৃত্যু দুই ক্ষেত্রেই এই দাবি জানানোর প্রক্রিয়া সহজতর করেছে LIC সংস্থা।
/anm-bengali/media/post_attachments/e989bf411b70280452190901594ee3e1cbc6a504854446e4b988b97fea6263a8.jpeg)
/anm-bengali/media/post_attachments/3e2a9b47a24e7fffd73481d7a06ff09f64c744d562f37d39051ee38bff09a6cc.jpeg)
/anm-bengali/media/post_attachments/d97d6be3e12130702a6da17ee726ef3505f289df6ff204a45a5434cee40678fd.jpeg)
/anm-bengali/media/post_attachments/0768b8fea2b1f5ce2cfaaab0009996ec297c2bc0b90768910e0f939009f81b1b.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us